আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ উত্তর আয়োজিত বিএনপি-জামায়াত জোটের হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে- বলেছেন সরকারের পতন ঘটাতে `ষড়যন্ত্রের পথ ছেড়ে আলোচনার পথে আসুন “এ সরকারের সঙ্গে কোনো সংলাপ নয় দলের নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন খালেদা জিয়া , বগুড়ায় এমন মন্তব্যের পর বি এন পি ‘র সাথে আর কোন সংরাপ করা বা বসা যায় না কারণ তারা প্রহসনের সংলাপ চায় । ‘আমরা প্রহসনের সংলাপ করতে চাই না। আওয়ামী লীগ আলোচনায় বিশ্বাসী। আগামী নির্বাচন নিয়ে বিরোধী দলের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা নিয়ে সংসদে আসুন।’
বিরোধী দলকে উদ্দেশ করে হানিফ বলেন, সংলাপের মানসিকতা তাঁদের নেই। সরকার উত্খাত করতে খালেদা জিয়া অনেক ষড়যন্ত্র করেছেন। সেনাবাহিনীকে উসকে দিয়ে এখন আবার কী ষড়যন্ত্র করছেন, জনগণ তা জানতে চায়। জনসমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই বুঝতে পেরেই খালেদা জিয়া বিকল্প পথ খুঁজছেন বলেও মন্তব্য করেন তিনি। দুই নেত্রীর সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ‘দুই নেত্রীর সংলাপের বিষয়ে আদালতের দেওয়া রুলের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সেটা দুই নেত্রীর বিষয়।’