পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রকৌশলী কাজী মো. ফেরদৌস গ্রেপ্তার

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রকৌশলী কাজী মো. ফেরদৌস গ্রেপ্তার

      আমাদের মেহেরপুর ডট কমঃ     

অবকাশকালীন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের আদালত   সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রকৌশলী কাজী মো. ফেরদৌসকে  জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার  করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন 

কানাডার প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ অভিযোগে গত ১৭ই ডিসেম্বর বনানী থানায় সাত জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সকালে জামিনের জন্য হাইকোর্টে হাজির হলে তাদের গ্রেপ্তার করা হয়। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হওয়ার দুদিন পর গত ১৯শে ডিসেম্বর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন তারা।

বাংলাদেশ