দ্রব্যমূল্যের পাগলাঘোড়া বাগে এসেছে : পরিকল্পনামন্ত্রী

দ্রব্যমূল্যের পাগলাঘোড়া বাগে এসেছে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া বাগে এসেছে সেপ্টেম্বরে, মূল্যস্ফীতি কমবে আগস্টের চেয়ে। অক্টোবরে আরও কমবে। আজ সোমবার (৩ অক্টোবর) জনশুমারি ও গৃহগণনা-২০২২ এ প্রাথমিক ফলাফলের শুনানিপরর্বতী যাচাই কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানী আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলনকক্ষে মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি বলেন, সারাদেশে এক কোটি পরিবারকে কম মূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এতে কাজ করতে মানুষের উপকার হচ্ছে। তাই মূল্যস্ফীতি অনেক কমেছে সেপ্টেম্বর মাসে। চাল ডাল আটা তেল দেওয়া হয়েছে নিম্ন আয়ের মানুষদের। তবে মূল্য কমে কত হয়েছে সেটা তিনি জানাতে পারেননি। মন্ত্রী বলেন, খুব তাড়াতাড়ি আপনারা এর বিস্তারিত জানতে পারবেন। আমি নিশ্চিত বলছি আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি কমেছে। অক্টোবর মাসে এটা আরও কমবে। কারণ নিম্ন আয়ের মানুষদের কম দামে খাবার দেওয়ার ব্যবস্থা চলমান আছে। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মতিউর রহমান। সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন। বক্তব্য দেন জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেন, পিইসি কার্যক্রমের সমন্বয়কারী ড. ইউনূস।

আন্তর্জাতিক