ঢাকা মহানগর হেফাজতর আহ্বায়ক মওলানা নুর হোসেন কাশেমীকে  গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদ

ঢাকা মহানগর হেফাজতর আহ্বায়ক মওলানা নুর হোসেন কাশেমীকে গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদ

3984_ks                                   ঢাকা মহানগর হেফাজতর আহ্বায়ক মওলানা নুর হোসেন কাশেমীকে আজ সন্ধার পর দলের বারিধারার কার্য্যালয় থেকে গোয়েন্দা সংস্থার একটি শীর্ষ টিম তাদেব দপ্তরে নিয়ে  যায় । এর আগে দুপুরে তাকে  সাদা পোষাকের র‌্যবের অফিসার সদর দপ্তরে নিয়ে যায় এবং ২ ঘ ন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় । নিজ মাদ্রাসা ও দলীয় সুত্রে জানা যায় -বেলা বারটার দিকে  অসুস্থ তা দেখিয়ে তিনি র‌্যাব -১ এর কর্মকর্তার সাথে যেতে না চাইলেও ১০/১৫ মিনিটের জন্য সদর দপ্তরে যাওয়ার অনুরোধ জানালে তিনি সেখানে যান । আগামী ২৪ ডিসেম্বর হেফাজতের মহা সমাবেশ নিয়ে কথা বলার জন্য তাকে নেওয়া হয় বলে জানা যায় ।

বাংলাদেশ