ছবির নাম নিয়ে বেকায়দায় সালমান খান

ছবির নাম নিয়ে বেকায়দায় সালমান খান

প্রতিবছর ঈদ মানে বলিউড তারকা সালমান খানের নতুন ছবি। ২০২০ সালে তা ‘রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’, আর ২০২১ সালে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। এই ছবিতে ভাইজানের বিপরীতে অভিনয় করবেন কৃতি শ্যানন। এটিই হবে এই জুটির প্রথম ছবি। ফিল্মফেয়ারের এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে।

সালমান খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দাবাং থ্রি’। ২০১৯ সালের ২০ ডিসেম্বর মুক্তির পর এখন পর্যন্ত ছবিটি আয় করেছে ২১১ কোটি রুপি। চলছে ২০২০ সালের ঈদের ছবির শুটিং। শুরুতে ঈদের ছবি হিসেবে এই ‘রাধে’ নাম নিয়েও বিতর্ক হয়েছিল। ‘দাবাং থ্রি’র মতো এই ছবিটিও পরিচালনা করছেন প্রভু দেবা। সালমান খানের সঙ্গে এই ছবিতে পর্দা ভাগ করবেন দিশা পাটানি, রণদীপ হুদা, জ্যাকি শ্রফ, জরিনা ওয়াহাবসহ আরও অনেকে। একটি আইটেম গানে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকে।

এই ছবির শুটিংয়ের মাঝেই খবর এল পরের ছবির ঘোষণা। ১০ জানুয়ারি সালমান খান টুইটারে লেখেন, ‘আমার পরের প্রজেক্টের ঘোষণা…“কাভি ঈদ কাভি দিওয়ালি”। চিত্রনাট্য ও প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা। পরিচালনা করবেন ফারহাদ সামজি। ছবিটি ২০২১ সালের ঈদে মুক্তি পাবে।

বিনোদন