আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে মেহেরপুরের গাংনী আসনে আওয়ামীলীগের ৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। একটি আসনের বিপরীতে ৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করাই সব মহলে চলছে নানা আলোচনা কে পাচ্ছে নৌকা প্রতীক। প্রান্তিক পর্যায়ের আওয়ামীলীগ সমর্থক’রা সৎ যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার আহবান জানিয়েছে।
এদিকে তফসিল ঘোষনা করা না হলেও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কয়েকজন নৌকা মার্কা প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে পোষ্টারিং ও লিফলেট বিতরন করেছে।
৭৪ মেহেরপুর ২ (গাংনী) আসনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন,সাবেক এমপি মকবুল হোসেন,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল,গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাহিদুজ্জামান খোকন,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ খালেক,আওয়ামীলীগ নেতা ও গাংনী পৌরসভার দু’বারের নির্বাচিত মেয়র আহমেদ আলী,আওয়ামীলীগ নেত্রী নুরজাহান বেগম।