আজ সোমবার বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে হেফাজতে ইসলামের তৈরি অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিতে হেফাজতের দুই কর্মীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আবু নোমান (৪০) স্থানীয় হাটহাজারী আদর্শ একাডেমির শিক্ষক.আনোয়ার জাহেদ(২৫) ও শাহাদাত হোসেন (১৮) হেফাজতকর্মী এবং হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলামের (হাটহাজারী মাদ্রাসা) শিক্ষার্থী। অন্য দুজন জসিম উদ্দিন (৩২). মোহাম্মদ মামুন (২০), তাদের বাড়ি হাটহাজারীর মিরেরখীলে । তিনজন হাটহাজারীর একটি ক্লিনিকে এবং অন্য দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ দুজন নিহত হওয়ার কথা জানায়।জামাল উদ্দিন ব্যবস্থাপনা পরিচালক হাটহাজারী আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেড তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ।
অবরোধ তুলতে পারেনি পুলিশ
গুলি ও শত শত কাঁদানে গ্যাসের শেল ছোড়ার পরও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের অবরোধ তুলতে পারেনি পুলিশ। একপর্যায়ে সন্ধ্যার দিকে পুলিশ কিছুটা পিছু হটে হাটহাজারী মাদ্রাসা থেকে থানার কাছে চলে যায়।