আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে জাতীয় পার্টি’র মনোয়ন চান হজরত আলী। হজরত আলী মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় পার্টি’র নেতা। জাতীয় পার্টির নেতা হজরত আলী জানান,জাতীয় পার্টি গঠন করার পর থেকে দলের সাথে রয়েছি।
কোন কিছু চাওয়া পাওয়ার আশায় না দলের চেয়ারম্যান এইচএম এরশাদের প্রতি ভালোবাসা থাকার কারনে দীর্ঘদিন যাবৎ দলের পাশাপাশি জনগনের জন্য কাজ করেছি।
তিনি আরো বলেন,পার্টির চেয়ারম্যান অসুস্থ থাকা কালিন সময়ে দেশের অন্যন্য স্থানের মত গাংনীতে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছিল। এদিকে নির্বাচনে প্রচারের অংশ হিসাবে দৃষ্টি নন্দন ব্যানার তৈরি করেছেন তিনি। চালাচ্ছে গনসংযোগও।