গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী। তিনি পেয়েছেন (আনারস প্রতীকে) ১২ হাজার ৬৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থীত মনিরুজ্জামান মনি (তালা প্রতীকে) পেয়েছেন এক হাজার ৩৭৩ ভোট। রোববার সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। তবে ভোট বর্জন করেছে বিএনপি সমর্থীত প্রার্থী মনিরুজ্জামান মনি।
এদিকে নির্বাচনে বল প্রয়োগ ও বিএনপি সমর্থিত ভোটারদেরকে ভোট দানে বাধা দেয়া ও হুমকি প্রদানের অভিযোগ এনে নির্বাচন বর্জন করে সাংবাদিক সম্মেলন করেছেন অপর প্রার্থী মনিরুজ্জামান মনি।