গাংনীতে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গাংনী হাই স্কুলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। গাংনী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ধীরেন দাস এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন,কমিটির সাধারন সম্পাদক শ্রী সুমান্ত কুমার পাত্র। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শ্রী গনেশ চন্দ্র দাস,সুকেশ চন্দ্র বিশ্বাস,মঙ্গল চন্দ্র সিহী,অমরেশ ধর,মনি কুমার ধর,শ্রী চিত্তরঞ্জন পাত্রসহ উপজেলার বিভিন্ন গ্রামের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।
সেক্রেটারী সুশান্ত বলেন বিগত দিনে পূজামন্ডপে সরকারী সাহায্য-সহযোগিতা বেশী পাওয়া যেত। প্রতিটি পূজা মন্ডপের জন্য ১ থেকে ২ মেঃ টন চাল সাহায্য বরাদ্দ করা হত।বর্তমানে ৪ বছর ধরে প্রতিটি পূজা মন্ডপের জন্য মাত্র ৫০০ কেজি চাল বরাদ্দ দেয়া হচ্ছে।সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় আচার আচরণ পালন ও সামাজিক নিরাপত্তা বিধান করতে বদ্ধ পরিকর হলেও সামান্য অনুদান দিয়ে আমাদের পূজা উৎসব করতে গিয়ে ঋনের জালে জড়িয়ে পড়ছি। সরকার যেটুকু অনুদান দেয় সেই অর্থ নিরাপত্তা প্রহরী, পুলিশ প্রশাসনের আপ্যায়ন খরচ হয় না। অন্য দিকে পূজা মন্ডপ তৈরী, ঠাকুরের পারিশ্রমিক ও ঢোলক এর খরচ বেশি হওয়ায় আমরা গরিব সম্প্রদায়ের পক্ষে সুন্দর ভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালন করা সম্ভব না।