মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজার থেকে অপহৃত শিশু হাসানুল হক কালু (১২) মুক্তি পন নিয়ে ছেড়ে দিয়েছে অপহরনকারীরা। হাসানুল হক কালু’র নানা ধানখোলা গ্রামের আব্দুল কুদ্দুছ জানান, মুক্তিপন নিয়ে বুধবার দুপুর ২ টার দিকে গাংনী বাজারে কালু কে ছেড়ে দেয়। তবে কত টাকা মুক্তিপন নিয়েছে তা তিনি বলতে রাজি হয়নী। কালু গাংনী উপজেলার নওপাড়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে । উলে¬খ্য: গত ৮ তারিখে মুক্তিপনের দাবিতে ধানখোলা বাজার থেকে শিশু হাসানুল হক কালু কে অপহরন করে।