মেহেরপুরের গাংনী পৌর এলাকার উত্তরপাড়ায় সংগঠনের প্রচারপত্র বিতরণকালে হিযবুত তৌহিদের নারী সদস্য জুলিয়া খাতুন (২২) ও শারমীন সুলতানা (২১)কে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার দুপুর ২টার দিকে তাদের আটক করে থানায় নিয়েছে গাংনী থানা পুলিশ। পরে বিকাল ৫ টারদিকে অজ্ঞাত কারনে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে। গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী জানিয়েছেন, তারা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছেন এমন অভিযোগে স্থানীয় লোকজন তাদের প্রতিরোধ করেন। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কি কারনে হিযবুত তৌহিদের কর্মিদের আটক ও ছেড়ে দেওয়া হয়েছে এ ব্যাপরে কোন মন্তব্য করেনী গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানান। উল্লেখ্য ঃ সম্প্রতি গাংনীর উত্তর পাড়া থেকে হিযবুত তৌহিদের আরো দু নারী কর্মি কে আটক করে ছেড়ে দেয় পুলিশ।