গাংনীতে পল্লী বিদ্যুতের মিটার টেম্পারিং করার অভিযোগ। লাইন বিচ্ছন্নসহ জরিমানা আদায়

 

ফারুক আহমেদ,আমাদের মেহেরপুর ডটকম

বিদ্যুতের মিটার টেম্পারিং করে অবৈধভাবে বিদ্যুত চালানোর অভিযোগে ৪ জন আবাসিক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম পল্লী বিদ্যুৎ , র‌্যাব-৬, ও গাংনী থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার বাদীয়পাড়া গ্রামে অভিযান চালিয়ে জরিমানাসহ লাইন সংযোগ বিচ্ছিন্ন করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম জানান, বাদীয়াপাড়া গ্রামের পল্লী বিদ্যুতের আবাসিক গ্রাহক,লিখন আলী, আতিয়ার রহমান, মতিয়ার রহমান ও দবির উদ্দীন তাদের মিটার টেম্পারিং করে অবৈধভাবে বিদ্যুৎ চালানোর অভিযোগে তাদের সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা আদায় করা হয়েছে। মতিয়ার রহমানের ৪ হাজার টাকা, আতিয়ার রহমানের ৩ হাজার টাকা, দবির উদ্দীনের ২ ও লিখন আলী’র ২ হাজার টাকা জরিমান করা হয়েছে। এসময় বিদ্যুৎ আইন ১৯১০ এর ধারা মোতাবেক তাদের বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এসময় পল্লীবিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের ডিজিএম শৈলেন্দ নাথ, র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের উপ-পরিদর্শক সিদ্দীকুর রহমান ও সাইদুর রহমান, পল্লী বিদ্যুতের প্রকৌশলী দেলওয়ার হোসেন,উপজেলা নির্বাহী অফিসারের গোপনীয় শাখার সহকারী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

মেহেরপুর সংবাদ