সরকারী নিয়ম ভেঙ্গে অজ্ঞাত ক্ষমতার দাপটে ডাক্তারদের ভিজিট করে চলেছে জেনারেল ফার্মাসিটিক্যালের গাংনী প্রতিনিধি মুস্তাফিজুর রহমান।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় জরুরী বিভাগে ৪/৫জন রুগী চিকিৎসা সেবা নেওয়ার সময় ক্ষমতার দাপটে জোর পূর্বক কর্তব্যরত চিকিৎসক মকলেচ আলী কে ভিজিট করেছে।
চিকিৎসক মকলেচ আলী জানান, জেনারেল ফার্মাসিটিক্যালের গাংনী প্রতিনিধি মুস্তাফিজুর রহমান কে দুপুর ১ টারপর ভিজিট করার কথা বলা হয়। তারপরও তিনি জোর পূর্বক ভিজিট করার জন্য চাপ প্রযোগ করে।
গাংনী হাসপাতালে কর্মরত কয়েকজন ডাক্তার জানান, জেনারেল ফার্মাসিটিক্যালের গাংনী প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রুগি দেখা অবস্থায় ভিজিট করতে বাধ্য করার চেষ্ট করে।
গাংনী হাসপাতালের কর্মরত কয়েকন ষ্টাফ জানান, জেনারেল ফার্মাসিটিক্যালের প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের আচরনে ক্ষুদ্ধ সকল কর্মকর্তা কর্মচারী।
জরুরী বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা দু’জন মহিলা রুগি জানান, চিকিৎসক মকলেচ আলী ব্যাবস্থা পত্র দিচ্ছে। ঠিক এসময় জেনারেল ফার্মাসিটিক্যালের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান আরো কয়েকজন রুগীকে সরিয়ে দেন।
এব্যাপারে গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বিধান চন্দ্র বলেন,দুপুর ১ টারপর চিকিৎসকদের ভিজিট করার জন্য জেনারেল ফার্মাসিটিক্যালের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান কে বারবার বলা সত্বেও তিনি কথা শোনেন না। তারপরও এঘটনা যাতে না ঘটে এজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ বিষয়ে জেনারেল ফার্মাসিটিক্যালের প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার দরকার যখন ইচ্ছা তথন আসবো। আপনি বলার কে ?। সবাই কে ম্যানেজ করা আছে।