গাংনীতে জামায়াত শিবিরের ৭ কর্মি আটক

গাংনীতে জামায়াত শিবিরের ৭ কর্মি আটক

imgres
ফারুক আহমেদ,  গাংনী ঃ  মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৭ জন কর্মিকে আটক করেছে গাংনী থানা পুলিশ। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খাঁন জানান,এদের কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে। আটক ব্যাক্তিরা হরতাল চলাকালিন সময়ে এলাকায় নাশকতা ঘটানোর পরিকল্পনা করার চেষ্টা চালানোর আশংকায় আটক করা হয়েছে। আটকরা হলেন,এ উপজেলার ধানখোলা গ্রামের রইছ উদ্দীনের ছেলে আব্দুল হান্নান (৪৫),মৃত নইম উদ্দীনের ছেলে আব্দুস সালাম (৪৪),বামুন্দী গ্রামের মোস্তফার ছেলে মিনারুল ইসলাম (৩৫),সবকুল হোসেনের ছেলে সেন্টু (৩০),কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ঘোগা আব্দুলপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আহসান হাবীব (৩৭) ও জালশুকা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবুজার (১৮)। বুধবার মধ্য রাতে গাংনী থানা ও বামুন্দী পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে এদের আটক করে।

মেহেরপুর সংবাদ