ফারুক আহমেদ, গাংনী ঃ কাদের মোল্লার ফাঁসির দাবী ও জামায়াত শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল গাংনী হাসপাতাল বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে গাংনী উপজেলা আওয়ামলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এম এ খালেক উপস্থিত ছিলেন। পরে গাংনী বাস ষ্ট্যান্ড চত্ত্বরে অনুষ্ঠিত প্রতবাদ সমাবেশে বিপ্লব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন,সাধারণসম্পাদক এমএ খালেক,যুগ্ম সমপাদক গোলাম মোস্তফা প্রমুখ।