আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে স্কুল শিক্ষক মনিরুল ইসলামের বাড়িতে চাঁদার দাবীতে বোমা হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাত ২টার সময় এ বোমা হামলার ঘটনা ঘটে। রাতেরই ঘটনাস্থল থেকে গাংনী থানা পুলিশ বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। গাংনী থানার ওসি মাসুদুল আলম বোমা হামলার সত্যতা নিশ্চিত করেছেন। মনিরুল ইসলাম জানান,বেশ কয়েকদিন যাবৎ মোবাইল ফোনে চাঁদা দাবী করে আসছিল একটি সন্ত্রাসী চক্র। তাদের দাবীকরা চাঁদার টাকা না দেওয়ায় রাতে বাড়ির দরজাই বোমাটির বিস্ফোরণ ঘটায় ওই সন্ত্রাসী চক্রটি