নয়ন আমাদের মেহেরপুর ডট কমঃ
নিজস্ব সংবাদদাতা মেহেরপুর ৭ জানুয়ারী ঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি রোডের সাহারবাটি নামক স্থানে সোমবার সকাল ৮ টার দিকে স্যালোচালিত আলগমান উলেট ২ শিশুসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, সাহারবাটি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শান্ত (১০),নাহারুল ইসলামের ছেলে ডেভিড (১৮) ও সবুজ (৮)। আহতদের মধ্যে শান্ত’র অবস্থা আশংকাজনক হওয়ায় গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুল ইসলাম তাকে কুস্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন। শান্ত’র পিতা জাহাঙ্গীর হোসেন জানান, সকাল ৮ টার দিকে গ্রামের জামাই ডেভিড আমার স্যালোচালিত আলগামন সখের বসে চালাতে গিয়ে অসাবধানতাবসত উল্টে ফেলে। বাকী আহতদের গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।