গাংনীতে আওয়ামীলীগ নেতা বেল্টু হত্যার মামলার আসামী আটক

গাংনীতে আওয়ামীলীগ নেতা বেল্টু হত্যার মামলার আসামী আটক

gagni mapফারুক আহমেদ, আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগেহর সহ-সভাপতি ও জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বেল্টু হত্যা মামলার অন্যতম আসামী লাল্টু কানা (৩৫) ওরফে ডাকাত লাল্টুকে আটক করেছে গাংনী থানা পুলিশ। গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন সংগীয় ফোর্সসহ শনিবার সন্ধ্যায় হাড়াভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আটক করেন। আটক ডাকাত লাল্টু কানা গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের বেল্টু বিগত ২০১৩ সালের প্রথম দিকে তার বাড়ি দেবীপুর গ্রামে রাত ৯ টার দিকে গুলি করে হত্যা করে। লাল্টুকে আটকের মধ্য দিয়ে মোট ৬ জনকে আটক করা হয়েছে ।
অন্যান্য