আইডিয়াল সেভিং এন্ড ক্রেডিড কো-অপারেটিভের চেয়ারম্যান ও জিএম কে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২ টারদিকে গাংনী বাজার থেকে তাদের দুজন কে আটক করা হয়।
গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান,গাংনী উপজেলার বামুন্দী বাজারের আইডিয়াল সেভিং এন্ড ক্রেডিড কো-অপারেটিভের চেয়ারম্যান মোঃ বজলুর রহমান ও জিএম মিজানুর রহমান কে গাংনী বাজার থেকে আটক করা হয়।
ওসি আরো জানান,বজলু ও মিজানের বিরুদ্ধে গ্রাহকের লগ্নিকৃত অর্থ আত্বসাতের অভিযোগে মেহেরপুর কোর্টে ৫ টি মামলা করে ৫ জন অর্থ লগ্নিকারী। তবে কত টাকা আত্বসাত করেছে তা জানা যায়নী। অর্থ আত্বাসাত মামলায় কোর্ট তাদের দুজনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। কোর্টের আদেশ পেয়ে তাদের দুজন কে গাংনী বাজার থেকে আটক করে মেহেরপুর কোর্টে চালান দেয়া হয়েছে। আটক বজলু ছাতিয়ান গ্রামের সমসের আলীর ছেলে।