এক রুগির দুই রকম আলট্রসনো—অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের উপর চটেছে মেহেরপুরের গাংনী রাজা ক্লিনিকের মালিক ডাক্তার রাজা

এক রুগির দুই রকম আলট্রসনো—অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের উপর চটেছে মেহেরপুরের গাংনী রাজা ক্লিনিকের মালিক ডাক্তার রাজা

gagni mapআমাদের মেহেরপুর ডট কমঃ অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের উপর চটেছে মেহেরপুরের গাংনী রাজা ক্লিনিকের মালিক ডাক্তার পারভিয়াস হোসেন রাজা। গতকাল বুধবার কয়েক টি দৈনিক পত্রিকায় নানা অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ হয়। এদিকে ভুল অপারেশনে রুগীর মূত্যু সহ ক্লিনিকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এবার এক রুগির দুই রকম আলট্রসনো গ্রাম করার অভিযোগ পাওয়া গেছে। গাংনীউপজেলার খড়মপুর গ্রামের ইমাদুল হকের স্ত্রী আবেদা খাতুন গত ৭এপ্রিল পেটের মধ্যে বচ্চার অবস্থান জানার জন্য রাজা ক্লিনিকে আলট্রাসনো করা হয়। সে আল্ট্রাসনো তে ২৯ জুলাই বাচ্চা হওয়ার দিন ক্ষণ জানানো হয়। পুনরায় একই রুগি গত২৫ জুলাই আবারো রাজা ক্লিনিকে আলট্রাসনো গ্রাম করানো হয়।এবং ১৪/০৯/১৩ইং তারিখে বাচ্চা হবে বলে জানানো হয়।
রুগির স্বজনদের দাবি অদক্ষ কর্মি দ্বারা আলট্রাসনো করানোর ফলে এক রুগির দুই রকম রির্পোট দেয়া হয়।এদিকে কয়েকটি দৈনিক পত্রিকায় নানা অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ হওয়ার পর বিভিন্ন মহলে রাজা ক্লিনিক সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্ট হয়েছে।
মেহেরপুর সংবাদ