আমঝুপি প্রতিনিধি||
শিশুর শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা পেতে চাই‘ তাহলে সংঘবন্ধ কমিউনিটির বিকল্প নাই‘ এ শ্লোগান নিয়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে শিশুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে সিসিজি ও স্থানীয় জনগোষ্ঠীর ভুমিকা শীর্ষক তথ্য ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেভদি চিলড্রেন আমঝুপি শাখার আয়োজনে গতকাল বৃহষ্পতিবার দপুরে আমঝুপি বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিসিজির কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক জাহির হোসেন চনচল, ইউপি সদস্য সেলিনা খাতুন।মতবিনিময় সভায় বিভিন্ন বিদ্যালয়ের চারশতাধিক সিসিজির সদস্য অংশগ্রহন করে।