বিদ্যালয়ে থেকে ঝরে পড়া শিশুর হার কমানো,শিক্ষার মান উন্নয়ন ও শতভাগ শিশুর বিদ্যালয়ে গমন নিশ্চিত করার লক্ষে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা মল্লিক পাড়া প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটার সময় বিদ্যালয় সি জিপি‘র কমিটির সভাপতি আব্দুল মান্নান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনূল ইসলাম,গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী, সেভদি চিলড্রেন‘র ফিল্ড অফিসার মোৗসুমী আকতার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মামুন হেলাল, সমাজ সেবক আবুল আশরাফ। সমাবেশে দু’শতাধিক মা অংশ গ্রহণ করেন।