আমাদের মেহেরপুর ডট কম ঃ
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী ৯ই ডিসেম্বর সারা দেশের থানা, জেলা, পৌরসভা এবং মহানগরে রাজপথ অবরোধের ঘোষণা দিয়েছেন ১৮ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া। বিকালে জোটের সমাবেশ থেকে তিনি একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে বলেছেন, শান্তিপূর্ণ এসব কর্মসূচিতে বাধা দেয়া হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ১৮ দল।
বিএনপি চেয়ারপারসন ঘোষিত অন্য কর্মসূচির মধ্যে আছে ৬ই ডিসেম্বর সারা দেশে গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে সমাবেশ, ১২ থেকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত জোটের দলগুলো আলাদাভাবে বিজয়দিবসের কর্মসূচি পালন করবে। এছাড়া ২৩শে ডিসেম্বর সারা দেশে পালিত হবে গণবিক্ষোভ। ২৬শে ডিসেম্বর বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণসংযোগ।