আমাদের মেহেরপুর ডট কম ডেস্ক ঃ
আগামী ১৫ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল সূত্রে এ খবর জানা গেছে।আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময়সীমা ছিল গত ৩০ সেপ্টেম্বর। এরপর এক মাস সময় বাড়ানো হয়েছিল।এনবিআরের প্রাথমিক হিসাবমতে, গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রায় ছয় লাখ কর শনাক্ত নম্বরধারী (টিআইএন) তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। আয়কর পাওয়া গেছে এক হাজার ৪৮৭ কোটি টাকা।ঈদ ও পূজার কারণে সরকারি ছুটি থাকায় কর্মদিবস কমে যাওয়ায় এবার সময় বাড়ানো হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।