মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের অপহৃত যুবক পিপুল হোসেনের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের এক মাস পর মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে মহাম্মদপুর গ্রামের পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
গাংনী থানা ও নিহতের পরিবারিক সুত্রে জানা গেছে, গেল ২২ সেপ্টেম্বর বাড়ি থেকে অপহরণ হয় হিন্দা গ্রামের একছার আলী সাধুর ছেলে পিপুল হোসেন। পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। সন্ধ্যায় নদীতে হাত-পা বাঁধা লাশ ভেসে যাওয়ার সময় পুলিশ তা উদ্ধার করে। পরে নিহতের পিতা ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন। তাকে স্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম।