কোরআন -হাদিসের সঠিক শিক্ষা  আমদের  বাস্তব জীবনে রুপদান করতে হবে — ফরহাদ হোসন দোদুল এমপি

কোরআন -হাদিসের সঠিক শিক্ষা আমদের বাস্তব জীবনে রুপদান করতে হবে — ফরহাদ হোসন দোদুল এমপি

00000000মাদ্রাসা থেকে কোরআন হাদিসের সঠিক শিক্ষা লাভ করে তা আমদের  বাস্তব জীবনে রুপদান করতে হবে। যারা মাদ্রসা থেকে  শিক্ষা লাভ করে জঙ্গিবাদ কার্যক্রম চালায়,মানুষ হত্যা ,গাড়ী ভাঙ্গচুর করে ,জনগনের জানমালের ক্ষতি করে তারা ইসলাম ধর্মের শত্রু, দেশের শত্রু এদের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে। আজ শনিবার সকাল ১১টার সময় আমঝুপি আবুবকর সিদ্দিক (রাঃ) নূরানী ও হাফেজী মাদ্রাসা নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন কালে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরোও বলেন মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের দীন  শিক্ষার পাশাপাশি সাধারন শিক্ষায় শিক্ষিত হতে হবে। একজন হাফেজ ও আলেম সমাজের  সম্মান্নিত ব্যাক্তি তাদের কাছ থেকে সাধারণ মানুষ ধর্মের শিক্ষা পেয়ে থাকে তাই তাদের উচিত হবে ধর্মের সঠিক শিক্ষা দেওয়া। মাদ্রসার ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে  নতুন ভবনের নির্মান কাজ অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলূ বিশ্বাস,আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন ,সামাজ সেবক মোজাফ্ফর হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা শফিউর রহমান, পরে সেখানে প্রধান অতিথি পাঁচতলা ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।

মেহেরপুর সংবাদ