আমঝুপিতে মাদক ব্যাবসা অভয়ারণ্য.. ধবংস হচ্ছে যুব সমাজ .. বাড়ছে ডাকাতি,চুরি ছিনতাই– জনমনে আতঙ্ক।
স্টাফ রিপোটার : মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে প্রকাশ্যে চলছে মাদকের ব্যাবসা। সাপ্তাহিক মাশওয়ারা ভিত্তিতে এ সব মাদক ব্যাবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় বসে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এসব মাদক সেবন করে ধ্বংস হচ্ছে উঠতি যুব সমাজ…