রোববার সন্ধায় নোয়াখালী মেডিকেল কলেজ ক্যাম্পাসের সামনে তিন ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। মোশারফ ও ছোট মহিন এর নেতৃত্বে সন্ত্রাসীদের একটি দল তাদের তিনজনকে কুপিয়ে জখম করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা । আহতরা হলেন, সাইফুল ইসলাম, যাকারিয়া ও কেশব । এ সময় তাদের সঙ্গে থাকা আই ফোন ও ছিনিয়ে নেয় তারা। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে সন্ধা ৭টা থেকে টানা রাত ১০টা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ ছাত্ররা । ছাত্ররা জানায় মোশারফ ও ছোট মহিন তাদের দলবল নিয়ে প্রায় সময়ই মেডিকেল কলেজ ক্যাম্পাসে ঢুকে কলেজের মাঠে জোর করে খেলাধুলা, ফাও খাওয়া নিয়ে ঝগড়া বিবাদ করত ,এ সব নিয়েই সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে ।পরিস্থিতি শান্ত করতে সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুস সালাম,সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) নিষ্কৃতি চাকমা ,বিএমএ-র সেক্রেটারি ডা. আব্দুস সত্তার ফরায়েজি এবং বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান । পরে বিক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ তুলে নেয় ।