মেহেরপুরে হেরোইন সেবনের অপরাধে একজনের ১ বছর ও দুজনের ছয় মাস করে কারাদন্ডাদেশ  প্রদান করে  ভ্রাম্যমাণ আদালত

মেহেরপুরে হেরোইন সেবনের অপরাধে একজনের ১ বছর ও দুজনের ছয় মাস করে কারাদন্ডাদেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত

55আজ বিকালে মেহেরপুর প্রাণী সম্পদ অফিস চত্ত্বরে বসে হেরোইন সেবনকালে ঘোসপাড়ার রাজ কুমার (৩৬) ও হিরক মিয়া (৩৫) এবং মল্লিকপাড়ার শাহী আলীকে (৩২) আটক করে সদর থানা পুলিশ। ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত করে ।মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির রিপন  ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান করে শাস্তি না দেবার অনুরোধ করে॥ সরকারী কাজে বাধা দেয়ার অপরাধে পৌর কাউন্সিলর রিপনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় রিপনের সমর্থকরা উপজেলা ভূমি অফিসের সামনে মেহেরপুর-মুজিবনগর সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  অভিযুক্তদের  ভ্রাম্যমাণ আদালত হেরোইন সেবনের অপরাধে  হিরককে  ১ বছর ও অপর দুজনের ছয় মাস করে কারাদন্ডাদেশ প্রদান করে  ও জেলা কারাগারে প্রেরন করে ।

মেহেরপুর সংবাদ