সাতটা ছুঁই ছুঁই মুহূর্তেই  জ্বলে ওঠে প্রতিবাদের শিখা সারা দেশে

সাতটা ছুঁই ছুঁই মুহূর্তেই জ্বলে ওঠে প্রতিবাদের শিখা সারা দেশে

প্রজন্ম চত্বরসহ সারা দেশে   ঘড়ির কাঁটা সাতটা ছুঁই ছুঁই মুহূর্তেই

2013-02-14-14-15-36-511cf188ddc8a-shahbag-lastজ্বলে ওঠে হাজার হাজার মোমবাতি। আলোয় ভাসে পুরো দেশ। এই শিখা প্রতিবাদের। এই আলো একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির। দেশের প্রতিটি প্রান্তের মানুষ যে যেখানে ছিলেন, সেখান থেকে একটি করে মোমবাতি জ্বেলে শাহবাগের আন্দোলনের প্রতি তাঁদের একাত্মতা জানিয়েছেন। গত মঙ্গলবার বিকেলে তিন মিনিট নীরবতা পালন করে সারা দেশ। তিন মিনিট স্তব্ধ ছিল শাহবাগ। স্তব্ধ ছিল দেশ। এরপর ওই দিন রাতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।  আজ বিশ্ব ভালোবাসা দিবস। এবারের আগুনঝরা ফাগুনের এ ভালোবাসা সবাই ঢেলে দিচ্ছেন জাতির জন্য, গোটা দেশের জন্য। সে ভালোবাসার টানে আজও সকাল থেকে প্রজন্ম চত্বরের দিকে দুর্বার বেগে ছুটে চলেছে জনস্রোত। এই জনস্রোত আর সমাবেশ দেশের প্রতিটি প্রান্তে সব মানুষকে একই দাবিতে অটল রেখেছে।

বাংলাদেশ