নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বন্দীবিনিময় চুক্তির খসড়ায় চূড়ান্ত

নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বন্দীবিনিময় চুক্তির খসড়ায় চূড়ান্ত

2013-01-24-16-33-40-5101626447723-1আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বন্দীবিনিময় চুক্তির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে আগামী সপ্তাহে  দুই দেশের মধ্যে বন্দীবিনিময় চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বন্দীবিনিময় চুক্তির একটি খসড়া ভারত বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছিল। বাংলাদেশ ওই খসড়ায় কিছু সংশোধন প্রস্তাব করেছে। ভারত সেই সব সংশোধনী প্রস্তাব মেনে নিয়েই চুক্তির খসড়ায় আজ চূড়ান্ত অনুমোদন দিল।এই চুক্তি সই হয়ে গেলে বাংলাদেশে আটক উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত পাওয়ার জন্য ভারত আবেদন করতে পারবে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে পিটিআইয়ের খবরে আরও বলা হয়েছে, ভারতের মন্ত্রিসভা আজকের বৈঠকে বাংলাদেশের সঙ্গে নতুন ভিসানীতিতেও অনুমোদন দিয়েছে। নতুন এই ভিসানীতির ফলে ৬৫ বছরের বেশি আর ১২ বছরের কম অসুস্থ মানুষ, ছাত্রছাত্রী ও ব্যবসায়ীরা ভারতে পৌঁছেই আগমন-পরবর্তী ভিসা (অন অ্যারাইভাল ভিসা) পাবেন।
ভিসা পাওয়ার এই নতুন চুক্তিটিও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময়ে চূড়ান্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ