অনভিজ্ঞ রাজনীতিবিদ নয়  -সাবধানে কথা  বলতে হানিফকে  অনুরোধ –বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক

অনভিজ্ঞ রাজনীতিবিদ নয় -সাবধানে কথা বলতে হানিফকে অনুরোধ –বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক

0আমাদের মেহেরপুর ডট কম ঃ                                                                                                                                                                                             গত রোববার রাজধানীর একটি অনুষ্ঠানে অতীত কর্মকাণ্ডের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাকে খত দিয়ে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন মাহবুব-উল হক হানিফ।’আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর জিয়া মঞ্চ আয়োজিত এক মানববন্ধনে  বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে সাবধানে কথা বলতে অনুরোধ জানিয়েছেন । তিনি  বলেন-আপনি আওয়ামী লীগের  কোন স্তরের নেতা, তা সবাই জানে। সুতরাং মুখটা বন্ধ রাখুন, সাবধানে কথা বলুন । ২৬শে ডিসেম্বরের গণসংযোগ কর্মসূচি শেষে সরকার পতনে আরও কঠোর কর্মসূচির  ঘোষণা দেয়া হবে। তিনি বলেন, স্কাইপ কেলেঙ্কোরির দায় নিয়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেছেন। এ ঘটনার পর সরকারেরও উচিত ছিল পদত্যাগ করা। বিএনপি হরতাল দিতে চায় না। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার  নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ