আপনারা যদি সুযোগ দেন,বাংলাদেশের এ চেহারা পাল্টে  দেব -খালেদা জিয়া

আপনারা যদি সুযোগ দেন,বাংলাদেশের এ চেহারা পাল্টে দেব -খালেদা জিয়া

 

আমাদের মেহেরপুর ডট কমঃ

আজ সোমবার বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) মাঠে ১৮-দলীয় জোট    নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবিতে এ জনসভা করা হয়।বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে  আয়োজিত এক বিশাল জনসভায় খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে   জনতার উদ্দেশে বলেন,ক্ষমতায় গেলে ব্যাপক উন্নয়ন করে দেশের চেহারা  পাল্টে দেব , “আপনারা যদি সুযোগ দেন, আমি যদি বাংলাদেশের এ চেহারা পরিবর্তন করতে না পারি, তাহলে যে শাস্তি দেবেন, মাথা পেতে নেব।’ বিএনপির চেয়ারপারসন ছয়বার বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টে লুটপাট; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; শেয়ারবাজার, হল-মার্ক ও ডেসটিনির দুর্নীতির জন্য সরকারের কড়া সমালোচনা করেন।  তিনি বলেন, কেরানীগঞ্জে পরাগ মণ্ডলকে ছাত্রলীগ অপহরণ করেছে। শোনা যায়, এর সঙ্গে এক মন্ত্রীর ভাগনে জড়িত।

ছাত্রলীগের কড়া সমালোচনা করে খালেদা জিয়া বলেন,আজ তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গায়ে হাত তুলেছে।’ছাত্রলীগ অস্ত্র নিয়ে একটা দানব হয়ে গেছে।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা,এলডিপির সভাপতি অলি আহমদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, খেলাফত মজলিশের আমির মুহাম্মদ ইসহাক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রমুখ।

রাজনীতি