১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতাল মেহেরপুরে চলছে। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ। বিক্ষোভ মিছিল । ককটেল বিষ্ফোরণ।।

১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতাল মেহেরপুরে চলছে। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ। বিক্ষোভ মিছিল । ককটেল বিষ্ফোরণ।।

rajnogor 4-11-13বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতাল চলছে। আজ হরতালের ১ম দিনের শুরুতেই জেলা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল , ককটেল বিষ্ফোরণ করেছে হরতালrajnogor 4-11-13.jpg-3 সমর্থককারীরা । সকাল ৬ টার দিকে সদর উপজেলার রাজনগরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে হরতাল সমর্থককারীরা এসময় তারা ৮/১০ টি ককটেল বিষ্ফোরণ ঘটায়।তবে এতে কেউ আহত হয়নি। অন্যদিকে একই স্থানে মহিলা জামায়াতের একটি দল লাঠি মিছিল করে। এদিকে মেহেরপুর – চুয়াডাঙ্গা সড়কে দিনদত্ত ব্রিজের নিকট মেহেরপুর সদর থানর ওসি রিয়াজুল ইসালামের নেতৃত্বে পুলিশের একটি দল অবস্থান নেওয়ায় সেখানে কোন বিক্ষোভ মিছিল করতে পারেনি হরতাল সমর্থকরা। অপরদিকে rajnogor 4-11-13.jpg-2মেহেরপুর-কুষ্টিয়া সড়কে পোড়াপাড়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থকরা। হরতারে সমর্থনে গাংনী উপজেলা ১৮ দলীয় জোটের উদ্দ্যোগে সাহারবাটিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর নেৃতৃত্বে বাাঁশবাড়িয়া বাজারে ১৮ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী লাঠি শোঠা নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক আবরোধ করে বিক্ষোভ করে । বিক্ষোভ সমাবেশে স্থানীয় ১৮ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । এছাড়া মেহেরপুর ২ আসনের সংসদ সদ্য আমজাদ হোসেনের নেতৃত্বে পূর্ব ও পশ্চিম মালসাদাহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হরতাল সমর্থকরা । হরতালের কারণে মেহেরপুর বাস স্ট্যান্ড থেকে কোন অভ্যন্তরীন ও দূরপাল্লার যানবহন ছেড়ে যায়নি। সামান্য পরিমাণে ছোট ছোট যান -নছিমন, করিমন, আলগামন, অটোরিক্সা ও ব্যক্তিগত যানবহন চলাচল করছে। এদিকে হরতাল ঘিরে কোন ধরণের নাশকতা এড়াতে জেলা ঘুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
মেহেরপুর সংবাদ রাজনীতি