১৩ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের রেজিস্ট্রেশন শুরু

১৩ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের রেজিস্ট্রেশন শুরু

36628_maloyshiaআগামী ১৩ই জানুয়ারি থেকে মালয়শিয়ায় যেতে আগ্রহীদের রেজিস্টেশন শুরু হবে প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ এক সংবাদ সম্মেলনে জানান, ১৩ই জানুয়ারি থেকে তিন ধাপে সারা দেশের ইউনিয়ন পর্যায়ে মালয়শিয়ায় যেতে ইচ্ছুক শ্রমিকদের নিবন্ধন করা শুরু হবে। ঢাকা ও বরিশাল বিভাগে নিবন্ধন করা হবে ১৩ থেকে ১৫ই জানুয়ারি। এ দুই বিভাগে নিবন্ধিতদের মধ্যে কারা মালয়শিয়ায় যাওয়ার জন্য আবেদনের সুযোগ পাবেন এর লটারি হবে ১৬ই জানুয়ারি।রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৪ থেকে ১৬ জানুয়ারি নিবন্ধন এবং ১৭ই জানুয়ারি লটারি হবে। খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৫ থেকে ১৭ই জানুয়ারি নিবন্ধন করা হবে। লটারি হবে ১৮ই জানুয়ারি। নিবন্ধন করতে আগ্রহীদের স্থানীয় ইউনিয়ন তথ্যকেন্দ্রে। সংবাদ সম্মেলনে বলা হয়, এসব তথ্যকেন্দ্রে ‘আগে এলে আগে নিবন্ধন’ ভিত্তিতে নিবন্ধন করা হবে। একবার নিবন্ধন করলেই চলবে, পরবর্তীতে আর নতুন করে তালিকাভুক্ত হতে হবে না। পরে চাহিদাপত্র পাওয়া গেলে তালিকাভুক্তদের মধ্য থেকেই আবেদন নেয়া হবে।
নিবন্ধনের জন্য ৫০ টাকা করে ফি দিতে হবে।

আন্তর্জাতিক