সৌদি ক্রাউন প্রিন্স মিথ্যাবাদী’

সৌদি ক্রাউন প্রিন্স মিথ্যাবাদী’

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ওই সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্টকে সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন করা হয়। এই পরিপ্রেক্ষিতে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে মিথ্যাবাদী বলে আখ্যা দেন। সৌদি সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান কনস্যুলেটে খাশোগির অবস্থান বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা ‘সম্পূর্ণ মিথ্যা’।

তিনি বলেছেন, খাশোগি খুনের পরিকল্পনায় ২২ জন জড়িত ছিল। এদের মধ্যে ১৫ জন দুটি প্লেনে ইস্তাম্বুল পৌঁছায়। তারা হত্যাকাণ্ডের দিন ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করে।

সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক