সেই মূত্যুর গুঞ্জন আজো থামেনী। ডাক্তার ছাড়াই চলছে রাজা ক্লিনিকের প্যাথলজি বিভাগ

সেই মূত্যুর গুঞ্জন আজো থামেনী। ডাক্তার ছাড়াই চলছে রাজা ক্লিনিকের প্যাথলজি বিভাগ

gagni mapআমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনী রাজা ক্লিনিকে অপরারেশন করার পর আনোয়াারা খাতুনের মূত্যুর গুঞ্জন আজো থামেনী। শুধু আনোয়ারা খাতুন ই না বেশ কয়েকজন রগির মুত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। রাজা ক্লিনিকের নানা অনিয়ম নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ হওয়ার পর বেশ জোড়ে সড়ে বইছে সমালোচনা। অনুসন্ধানে জানা গেছে,১৯৯৮ সালের ১ লা মে গাংনী পৌর এলাকার উত্তর পাড়ার মৃত ছমির উদ্দীনের স্ত্রী আনোয়ারা খাতুন তৎকালিন সময়ে কাথুলী মোড়ে অবস্থিত রাজা ক্লিনিকে ভুল অপারেশনের পর মূত্যু হয়। এ মূত্যুর রহস্য নিয়ে চলতে থাকে ছলচাতুরী। দুপুর ১২টারদিকে মূত্যু হলেও অজ্ঞাত কারনে রাত্রি ৮ টারদিকে মূত্যু ঘোষনা করে। আনোয়ারা খাতুনের মূত্যুর ঘটনায় তৎকালিন সময়ে উপজেলা জুড়ে নানা সমালোচনার ঝড় বইতে শুরু করে। এদিকে সরকারী নিয়ম নীতিকে তোয়াক্কা না করে রক্ত,প্রসাব সহ রোগ নির্নয় করতে পরিক্ষা নিরিক্ষা করতে ডিপ্লোমা ইন প্যাথলজির পাশাপাশি এমবিবিএস ডাক্তার থাকার নিয়ম থাকলেও সে নিয়ম কে তোয়াক্কায় করছে না রাজা ক্লিনিক। বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার রিপোর্টে স্বাক্ষর করে ডিপ্লোমাধারী একজন কর্মি। তাছাড়া পরিক্ষা নিরিক্ষা বাবদ অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ রয়েছে।

মেহেরপুর সংবাদ