সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গাংনী পৌর মেয়র আহমেদ আলী কে ক্রেষ্ট প্রদান

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গাংনী পৌর মেয়র আহমেদ আলী কে ক্রেষ্ট প্রদান

230 copyসমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গাংনী পৌর মেয়র আহম্মদ আলীকে সম্মনা সূচক ক্রেষ্ট প্রদান করেন ’ধারা সামাজিক সাংস্কৃতিক সংগঠন”। সংগঠনটির ২১ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমীর স্কাইমুন চাইনিজ রেস্ট্রুরেন্টে আয়োজিত ’মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা ”শীর্ষক আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি তোফাজ্জেল হোসেন বলেন আমাদের দেশে আইন আছে, সে আইনের যথাযথ প্রয়োগ নেই। দেশের আইন ক্ষমতাধরদের কাছে অনেকটাই দূর্বল। তাই আইনের শাসন প্রতিষ্ঠিত করতে সকলকেই আন্তরিক হতে হবে। তিনি জনপ্রতিনিধিদের উদ্যেশ্যে আরো বলেন, জনগন আপনাদের ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন। তাই জনগনকে শুধু রক্ষা করা নয়, তাদের স্বার্থরক্ষার প্রয়োজনে তাদের সংগঠিত করে সকল প্রকার অন্যায় অত্যাচার ও দূর্নীতির বিরুদ্ধে ও তাদের অধিকার আদায়ে কাজ করতে হবে। শত বাধা যেন জনপ্রতিনিধিদের রুখে না দিতে পারে সেজন্য সকলকেই সজাগ থাকার আহবান জানান তিনি। বিচারপতি তোফাজ্জেল দেশের লাখ লাখ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। জনপ্রতিনিধিদের সেসব বঞ্চিত মানুেেষর পাশে দাঁড়ানোর আহবান জানান। ’ধারা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের” সভাপতি শাহ আলম চুন্নুর সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি মকবুল হোসেন, বারডেম হাসপাতালের প্রধান কনসাল্টেন্ট ভাষা সৈনিক মীর্যা মাঝহারুল ইসলাম, ব্যারিষ্টার বেলাল হুসাইন জয়,মানবাধিকার ব্যুরোর মহাসচীব ও সুপ্রীম কোর্টের আইনজীবি ড. শাজাহান, কবি রেজাউদ্দিন ষ্টালিন, প্রমুখ। পরে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের ৩ টি পৌরসভার মেয়রসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন অতিথি বৃন্দ। সংবর্ধিত গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী তার প্রতিকিৃয়া ব্যাক্ত করতে গিয়ে বলেছেন এ সম্মাননা আমার একা নয়। এ সম্মাননা গাংনী পৌরবাসির জন্য।
মেহেরপুর সংবাদ