শ্রীলঙ্কার নৌবাহিনী ১৩৮ জন বাংলাদেশী ও মিয়ানমারের নাগরিককে উদ্ধার করেছে।

শ্রীলঙ্কার নৌবাহিনী ১৩৮ জন বাংলাদেশী ও মিয়ানমারের নাগরিককে উদ্ধার করেছে।

শ্রীলঙ্কার নৌবাহিনী ২০ ঘণ্টার তল্লাশি অভিযান চালিয়ে সাগর থেকে ১৩৮ জন বাংলাদেশী ও মিয়ানমারের নাগরিককে উদ্ধার করেছে। এদের বহনকারী তরী স্রোতের টানে প্রায় ৫০ নটিক্যাল মাইস দূরে চলে গিয়েছিল বলে নৌবাহিনী জানিয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার কোসালা ওয়ার্নাকুলাসূর্য বলেছেন অতিরিক্ত যাত্রীদের চাপে ডুবন্ত ওই তরীতে একজন অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নৌবাহিনী জানিয়েছে তরীতে থাকা অভিবাসীদের মধ্যে ১২৭ জন বাংলাদেশী ও ১১ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। এদের মধ্যে ১৩২ জন পুরুষ, তিনজন নারী ও তিনটি শিশু রয়েছে বলে তারা জানিয়েছেন।এদের বহনকারী তরীটি ১০ দিন ধরে সাগরে আটকে ছিল। শ্রীলঙ্কার মৎস্য এবং জল সম্পদ বিভাগের অনুরোধের প্রেক্ষিতে নৌবাহিনী আটকে পরা অভিবাসীসহ তরীটিকে উদ্ধার করে। স্থানীয় জেলে2013-02-03-12-34-54-510e596e56c5f-sri_lanka_boat_bangladeshiদের একটি নৌকা থেকে মৎস্য বিভাগকে বিষয়টি সম্পর্কে সতর্ক করা হয়েছিল বলে রিপোর্টে জানা গেছে।  নৌবাহিনী ডুবন্ত তরীটি সম্পর্কে তথ্য জানার পরই বিদেশী অভিবাসীদের উদ্ধারের লক্ষে চারটি নৌযান মোতায়েন করে। নৌবাহিনী জানিয়েছে অভুক্ত এবং পানিশূন্যতায় আক্রান্ত অভিবাসীদের নৌবাহিনীর নৌযানে করে রোববার সকালে ওলুভিল মৎস্য পোতাশ্রয়ে আনা হয়েছে। এদের মধ্যে চরমভাবে পানিশূন্যতায় ভোগা চারজন পুরুষ এবং দুইজন নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নৌবাহিনী জানিয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর ডাক্তাররা উদ্ধার করা অভিবাসীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। নৌবাহিনী জানিয়েছে এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে

বাংলাদেশ