শান্তিতে নোবেল পেলেন  ইউরোপীয় ইউনিয়ন

শান্তিতে নোবেল পেলেন ইউরোপীয় ইউনিয়ন

আমাদের মেহেরপুর ডট কম নিউজ ডেস্ক ঃ

প্রায় ছয় দশক ধরে ইউরোপকে একই বন্ধনে বেঁধে রেখেছে যে প্রতিষ্ঠান, সেই (ইইউ) ২০১২ সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছে। নরওয়ের নোবেল শান্তি পুরস্কার কমিটি আজ শুক্রবার এই পুরস্কার বিজয়ী হিসেবে ইইউর নাম ঘোষণা করেছে। খবর রয়টার্সের।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপকে এক করার ক্ষেত্রে ইইউর ঐতিহাসিক ভূমিকা ও ঋণ সংকটে জর্জরিত ইউরো জোনকে উদ্ধারে নেতৃত্ব দেওয়ার কৃতিত্বের কারণে এবারের শান্তি পুরস্কার পেল ইইউ।
নোবেল কমিটি ইইউর প্রশংসা করে জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২৭টি সদস্য দেশকে শান্তির পথে নিয়ে যেতে ইইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৮৯ সালে বার্লিন দেয়ালের পতনের পর থেকে একটি সংস্থা হিসেবে ইইউর ভূমিকা অসীম।
নোবেল কমিটির প্রধান থর্বজর্ন জাগল্যান্ডের মতে, ইইউ ছয় দশক ধরে শান্তি, সংহতি, গণতন্ত্র আর মানবাধিকারের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, তা অনস্বীকার্য। যুদ্ধবিধ্বস্ত একটি মহাদেশে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার ও সংহতি রক্ষায় ইইউর অসামান্য অবদানের কারণে এ বছর নোবেল পুরস্কার পেল সংস্থাটি।

আন্তর্জাতিক