সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র  দাখিল

সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র দাখিল

আমাদের মেহেরপুর ডট কমঃ

 

দুদকের সহকারী পরিচালক রাশেদুর রেজা আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় অভিযোগপত্র  দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, গত ১৪ মে সম্পদের হিসাব চেয়ে ওমর ফারুককে চিঠি পাঠায় দুদক। ৩ জুন ওমর ফারুক তাঁর সম্পদের বিবরণী দাখিল করেন। দুদক প্রাথমিক অনুসন্ধান শেষে ১৪ আগস্ট রমনা থানায় এ মামলা করে। সম্পদের বিবরণীতে ফারুক ৫০ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর এবং এক কোটি দুই লাখ ৫৪ হাজার টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। এতে দুই লাখ ৪৩ হাজার টাকা অর্থমূল্যের সম্পদের তথ্য তিনি গোপন করেন।এক কোটি তিন লাখ ৯৭ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে, যা তাঁর আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়  আদালত সূত্র জানায়,  মামলায় ২২ জনকে সাক্ষী করা হয়েছে। ওমর ফারুক এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে আছেন।

বাংলাদেশ