আইন যখন বলবে তখনই নির্বাচন হবে- প্রাধান নির্বাচন কমিশনার।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘সরকার যখন বলবে তখন নয়, আইন যখন বলবে তখনই নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন করবে।’ আজ রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আগামী সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের আগে করতে হলে কমিশন যথেষ্ট প্রস্তুত আছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, ‘এসব হাইপোথেটিক্যাল (অনুমাননির্ভর) বিষয়। এ নিয়ে তো আগাম কথা বলতে পারি না।’
নির্বাচন কমিশন যেকোনো পরিস্থিতিতে নির্বাচন করতে প্রস্তুত জানিয়ে সিইসি বলেন, ‘জাতীয় নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে হয়। এ জন্য প্রধান দুটি কাজ হলো ভোটার তালিকা তৈরি ও সীমানা পুনর্নির্ধারণ করা। এরপর আছে নির্বাচনী মালামাল কেনা। আমাদের ভোটার তালিকার কাজ শেষ হবে আগামী জানুয়ারির মধ্যে। সীমানা পুনর্নির্ধারণের কাজও যথাসময়ে শেষ হবে। অমোচনীয় কালিসহ মালামাল কেনার উদ্যোগ চলছে। সুতরাং, নির্বাচনের জন্য আমরা সর্বদা প্রস্তুত।’
আগাম নির্বাচন হলে কোন তালিকায় নির্বাচন হবে, জানতে চাইলে কাজী রকিব বলেন, ‘কেউ মারা গেলে বা অন্য কোনো কারণে আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। তাই হালনাগাদের কাজ চললেও গাজীপুরে বিদ্যমান তালিকাতেই নির্বাচন হচ্ছে। নভেম্বরে টাঙ্গাইল উপনির্বাচনেও তা-ই হবে। নিয়ম অনুযায়ী, হালনাগাদ তালিকা প্রস্তুত না থাকলে বিদ্যমান তালিকাতেই নির্বাচন করতে হয়।’

বাংলাদেশ