মেহেরপুর বিএনপি‘র প্রতিষ্ঠাতা সভাপতি  মরহুম আহম্মদ আলী সহ প্রয়াত নেতাদের স্মরণে স্মরণসভা ও কাঙ্গালী ভোজ।

মেহেরপুর বিএনপি‘র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আহম্মদ আলী সহ প্রয়াত নেতাদের স্মরণে স্মরণসভা ও কাঙ্গালী ভোজ।

OLYMPUS DIGITAL CAMERA আমাদের মেহেরপুর ডট কমঃ  গতকাল মেহেরপুর জেলা বিএনপি‘র উদ্যোগে বিকাল ৩টায় জেলা বিএনপি‘র শাহজিপাড়াস্থ কার্যালয়ে ভাষা সংগঠক ও প্রতিষ্ঠাতা সভাপতি  মরহুম আহম্মদ আলী সহ এ্যাডঃ খালেকুজ্জামান, সফিকুর রহমান বাদশা, গোলাম মোস্তফা, মোজাম্মেল হক, আবু মিয়া সহ  অন্যান্য প্রয়াত নেতাদের স্মরণে দিনব্যাপী স্মরণসভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। জেলা বিনেপি‘র যুগ্ম আহবায়ক ও খুলনা বিভাগীয় জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক আনছারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তৃনমুল দল-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অবঃ লেঃ কর্নেল সামসুল ইসলাম সামস,অনুষ্ঠানে বক্তব্য রাখেন  পৌর বিএনপির সভাপতি আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল হক কালু, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক এ্যাডঃ মখলেসুর রহমান স্বপন, জাতীয়তাবাদী তৃনমুল দলের জেলা যুগ্ম আহবায়ক আঃ হান্নান, সদর থানা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, মুজিবনগর থানা যুবদলের সম্পাদক আশাদুল হক, শহর যুবদলের সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, যুবদল নেতা আজমল হোসেন মিন্টু, একরামুল হক একা, সদর থানা তৃনমুল দলের  সভাপতি ওমর ফারুক লিটন, ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তাকিম প্রমুখ।   প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মরহুম আহম্মদ আলী ছিলেন সৎ ও ত্যাগী নেতা । জেলা বিএনপি‘র প্রতিষ্ঠাকালীন প্রয়াত নেতারা শহীদ জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করে গেছেন কিন্তু মেহেরপুর -০১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন ওয়ান ইলেভেনের সময় সংস্কার পন্থিদের সাথে থেকে বিএন‘ির বিরুদ্ধে ষড়যন্ত্র করে  খালেদা জিয়া ও তার পরিবারকে ধবংস করার কাজে লিপ্ত ছিলেন এখন তার মুখে শহীদ জিয়ার আদর্শ শোভা পায়না। তাই তিনি মেহরপুর জেলার বিএনপি‘র নেতা কর্মীদের সুবিধাবাদী ও সংস্কার পন্থিদের রাহুল গ্রাস   থেকে মেহেরপুর বিএনপিকে রক্ষা করে যোগ্যও ত্যাগী নেতাদের পাশে দাড়িয়ে বর্তমান সরকারের জলুম নিযাতনের বিরুদ্ধে দূর্বার আন্দলোন গড়ে তোলার আহব্বান জানান্। এছাড়া তিনি আরও বলেন আমি জনসাধারনের পাশে থেকে কাজ করতে চাই ।

মেহেরপুর সংবাদ রাজনীতি