মেহেরপুর পৌরসভার কাউন্সিলর, শ্রমিক ও যুবলীগ নেতা বিপুল সন্ত্রাসীদের গুলিতে নিহত ॥ মঙ্গলবার পৌরসভার কর্মবিরতি, দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা মেহেরপুর ঃ মেহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর, শ্রমিক নেতা ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় মেহেরপুর পৌর পরিষদ হত্যাকারীদের আটক ও বিচারের দাবীতে ৩ দিনের কর্মসূচী গ্রহণ করেছে। মঙ্গলবার কর্মবিরতি এবং বুধবার ও বৃহস্পতিবার ২ ঘন্টা কর্মবিরতি পালন করবে। মঙ্গলবার সকাল পৌর কাউন্সিলর বিপুলের লাশ ময়না তদন্তের পর পৌরসভায় পৌঁছালে পৌর মেয়র সহ অন্যান্য কাউন্সিলর ও কর্মচারীরা কান্নায় ভেঙ্গে পড়েন। সেখানে পৌর পরিষদ ও পৌর কর্মচারী পরিষদের পক্ষে নিহতের কফিনে পুস্পমাল্য অর্পন ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন শেষে বেলা ২ টায় হোটেল বাজার নিমতলা জামে মসজিদ চত্বরে জানাযার পূর্বে শোক সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আঃ মান্নান (ছোট), পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আল মামুন, পৌরসভার মেয়র হাজী মোতাছিম বিল্লাহ মতু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মিয়াজান আলী। জানাযা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এদিকে ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা বিপুল হত্যার প্রতিবাদে জেলা ছাত্রলীগ দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে এবং হত্যাকারীদের আটকের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। এদিকে এই হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি এবং পুলিশ কাউকে আটক করতে পারেনি। উল্লেখ্য, গত সোমবার রাতে শহরের কাঁশারীপাড়ার যুবলীগনেতা শহীদুল ইসলাম পেরেসানের বাড়ীতে পৌর কাউন্সিলর বিপুল পেরেসানের মাতার মৃত্যুর ঘটনায় শোক জানাতে গেলে পেরেসানের বাড়ীতেই অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

মেহেরপুর সংবাদ