মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর জাতীয় অনুষ্ঠানে দর্শক শূন্যতা রেওয়াজে পরিণত হয়েছে

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর জাতীয় অনুষ্ঠানে দর্শক শূন্যতা রেওয়াজে পরিণত হয়েছে

map-2নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস সহ রবীন্দ্র ও নজরুল জয়ন্তীর বিভিন্ন সরকারী অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজন এতোটাই মানশূন্য যে, দর্শক না হওয়া রীতিমতো রেওয়াজ পরিণত হয়েছে। শিল্পীদের মধ্যে দিন দিন বাড়তে হতাশা।
জানা গেছে, বর্তমান জেলা শিল্পকলা একাডেমীর কমিটি নির্বাচিত হওয়ার পর এক বৎসরের বেশী সময় ধরে শিল্পকলা একাডেমীর নাচ, গান ও নাট্যানুষ্ঠানে দিনদিন দর্শকশূন্য হয়ে পড়ছে। কেবলমাত্র অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীবৃন্দ এবং শিশু শিল্পীদের অভিভাবক ছাড়া বাইরের দর্শক তেমন একটা আসে না। এমনকি শিল্পীরা তাদের পরিবেশন শেষে অন্যের পরিবেশনটাও না দেখে অনুষ্ঠানস্থল ত্যাগ করায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে গিয়ে আর কোন দর্শক অবশিষ্ট থাকে না। এ সকল অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর কার্য্যনির্বাহী কমিটির অধিকাংশ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত হয় না। নাটকের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা গেলেও শিল্পকলা একাডেমীর নতুন কোন নাকট না থাকায় একই নাটক কিংবা একই বস্তাপচা পুরাতন নাকট বা গান দেখতে দেখতে দর্শকদের মধ্যে অনুষ্ঠান দেখার আগ্রহ থাকছে না। যে কারনে দর্শকদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। মূলতঃ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী এখন দর্শকশূন্য হয়ে কেবলমাত্র শিল্পীদের পারিবারিক মঞ্চ বা অনুষ্ঠানে রূপান্তিরিত হচ্ছে দিন দিন।

মেহেরপুর সংবাদ