মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টার দিকে জেলা মটর শ্রমিক  ইউনিয় অফিসের কার্যালয়ে পুলিশ প্রশাসন ও মটর শ্রমিকইউনিয়ন নেতাদের সমঝোতার মধ্যমে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বাস মিনিবাস মালিকের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান।  মটর শ্রমকি ইউনিয়নের সভাtimthumbপতি আহসান হাবীব সোনা জানান, কোন মটর শ্রমকি কর্মী পুলিশ কতৃক অযথা হয়রানির শিকার হবেনা এমন আশ্বারের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, পটকা ফোটানোর অপরাধে তিন মোটর শ্রমিক কর্মীকে আটক করে ছেড়ে দেবার পর উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে এ সমস্যা সমাধান হয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাত আটটার দিকে জেলা শহরের মল্লিক পুকুর পাড়ে পটকা বাজি বিষ্ফোরণের ঘটনায় তিন মটর শ্রমকিকে আটক করে থানায় নেয় সদর থানা পুলিশ। তাদের ছাড়াতে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ থানায় গেলে ওসি শেখ আতিয়ার রহমান তাদের সাথে দুর্ব্যবহার করে থানা থেকে বের করে দেন। এর প্রতিবাদে ওসির অপসারনের দাবিতে ভোর থেকে মটর শ্রমিক ইউনিয়নের ডাকে শুরু হয় ধর্মঘট। এতে আন্তঃজেলার সকল সড়ক ও ঢাকা, চট্রগ্রাম ও খুলনাসহ দুরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

মেহেরপুর সংবাদ