বাহরাইনের রাজধানী মানামায় আগুনে পুড়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১০ জনই বাংলাদেশি।

বাহরাইনের রাজধানী মানামায় আগুনে পুড়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১০ জনই বাংলাদেশি।

বাহরাইনের রাজধানী মানামায় আগুনে পুড়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১০ জনই বাংলাদেশি।নিহত ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের বোয়ালখালীর চরখিজিপুর এলাকার শাকির আহমেদের ছেলে নাজির আহমেদ, একই জেলার পটিয়া উপজেলার পাথুয়া গ্রামের মাহবুব আলমের ছেলে রশিদ আহমেদ, একই উপজেলার মারিয়া এলাকার আবদুল আজিজের ছেলে

38180_sp

জামাল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ওয়ালী গ্রামের নাছের মিয়ার ছেলে জসিম, একই উপজেলার কাইতলার শহীদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম ওরফে সুজন ও স্বপন, একই উপজেলার বুড়িগ্রামের আবুল বাশারের ছেলে আনোয়ার, চাঁদপুরের কচুয়ার নওয়াপাড়ার আলমের দুই ছেলে শাহাদাত ও টিটো মিয়া এবং নোয়াখালীর সোনাইমুড়ির কাশীপুর এলাকার আবদুর রহিমের ছেলে ওসমান গনি।
বাহরাইনের বাদশা হামাদ হাসপাতালের হিমাগারে তাঁদের মরদেহ রাখা হয়েছে বলে জানিয়েছেন মহিদুল ইসলাম।
গতকাল শুক্রবার বিকেলে বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে আগুন লাগে। এতে ১৩ জন প্রবাসী শ্রমিক মারা গেছেন বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।

আন্তর্জাতিক