মেহেরপুর আমঝুপি বিএডিসি ফার্ম ও সাঁকোপাড়ায় ডাকাত দলের হানা এলাকাবাসীর প্রতিরোধে পলায়ন।

মেহেরপুর আমঝুপি বিএডিসি ফার্ম ও সাঁকোপাড়ায় ডাকাত দলের হানা এলাকাবাসীর প্রতিরোধে পলায়ন।

OLYMPUS DIGITAL CAMERAমেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিএডিসি ফার্মে ও সাঁকো পাড়ায় একটি সংবদ্ধ ডাকাত দল ডাকাতি চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধে পালিয়ে যেতে বাধ্য হয়। এলাকাবাসী সুত্রে জানা যায়, আমঝুপি বিএডিসির ফার্মের ডাল ও তৈল বীজের উপপরিচালক কামরুজ্জামান শাহিনের বাসভবনে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ১০/১৫ জনের একটি ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করতে চাইলে নৈশ প্রহরীরা ডাকাতের উপস্থিতি টের পেয়ে চিকিৎকার করতে থাকালে ডাকাত দল পিছু হটে যায়। অপরদিকে সাঁকোপাড়ায় আফতাব মোল্লার ছেলে রতনের বাড়িতে ১০/১২ জনের একটি সংবদ্ধ ডাকাত দল প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারে সকলকে জিম্মি করে রতন, রতেনর স্ত্রী ও মেয়েকে অপহরণ করে। এ সময় অপহৃত রতন ও তার স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতদল পালিয়ে যায়।
এদিকে আমঝুপিতে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় গ্রামবাসীর মাঝে ডাকাতি আতঙ্ক বিরাজ করছে।
মেহেরপুর সংবাদ