মেহেরপুরে ৭২ ঘন্টা টেলিযোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এইচএসসি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটকে এসএমএস এ ভর্তি আবেদন করতে না পারায় শিক্ষাজীবন নিয়ে সংকিত॥

মেহেরপুরে ৭২ ঘন্টা টেলিযোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এইচএসসি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটকে এসএমএস এ ভর্তি আবেদন করতে না পারায় শিক্ষাজীবন নিয়ে সংকিত॥

আমাদের মেহেরপুর ডট কম ঃ এনডাব্লিউডি টেলিফোন, টেলিটক, এডিএসএল ৭২ ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হাজার হাজার এইচএসসি ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েছে।
জানাগেছে, গত বৃহষ্পতিবার বিকাল থেকে মেহেরপুর টেলিযোগাযোগের একমাত্র মাধ্যম এনডাব্লিউডি, টেলিটক এবং ইন্টারনেট এডিসিএল সম্পৃক্তভাবে বিচ্ছিন্ন রয়েছে। এতে এইচএসসি ভর্তিচ্ছু হাজার হাজার ছাত্র/ছাত্রী টেলিটকের মাধ্যমে বিভিন্ন কলেজে ভর্তির জন্য এসএমএস করতে না পারায় আগামী শিক্ষা জীবন সংকিত হয়ে পড়েছে। এদিকে খুলনা বিভাগের সর্ববৃহৎ কাঁচামালের ব্যবসা প্রতিষ্ঠান মুজিবনগর খ্যাত মেহেরপুর হওয়ায় টেলিফোনসহ টেলিটক গ্রাহকরা যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়েছে। যার কারণে অর্থনৈতিকভাবে তারা ভেঙ্গে পড়েছে। এছাড়াও এডিসিএল ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। এ ব্যপারে এইচএসসি ভর্তিmap-2চ্ছুক ছাত্র জান্নাতে নাঈম বলেন, আমি গত ৩ দিন যাবৎ টেলিটকের মাধ্যমে এসএমএসের চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আগামী ৬ই জুনের মধ্যে আবেদন পাঠাতে না পারলে শিক্ষাজীবন শেষ হয়ে যাবে। আমঝুপি তথ্য ও সেবা কেন্দ্রে উদ্যোক্তা সেলিম রেজা জানান গত দুই মাস ধরে তথ্য কেন্দ্রের এডিসিএল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে । ফলে আমঝুপি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে থেকে ইউনিয়নবাসীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
মেহেরপুর সংবাদ